চিকিৎসা সংকটসহ নানা দুর্ভোগে বন্যাদুর্গতরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/14/photo-1471183881.jpg)
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো নানা দুর্ভোগে দিন কাটছে বন্যাদুর্গত মানুষের। চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যাদুর্গত এলাকার মানুষজন।
সরকারিভাবে জেলায় ৮৫টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের জন্য কাজ করছে বলে জানানো হলেও তাদের দেখা পাচ্ছেন না নদ-নদী অববাহিকার দুই শতাধিক চর ও দ্বীপচরের বানভাসি মানুষ। এ অবস্থায় দুর্গম চরাঞ্চলের বন্যাকবলিত মানুষ চর্মরোগ, ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগে ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না তারা।
অন্যদিকে হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছে বানভাসিরা। মেরামত করতে পারছে না তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি।
কুড়িগ্রামের সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, জেলার নয় উপজেলায় বন্যাদুর্গতদের জন্য ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। কিন্তু চরাঞ্চলের বন্যাদুর্গতরা জানায়, তারা কোনো মেডিকেল টিমের লোকজনের দেখা পায়নি।
এদিকে সরকারি মেডিকেল টিমের সহায়তা পাওয়া না গেলেও বন্যাদুর্গতের ত্রাণসহায়তাসহ চিকিৎসাসেবা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে দুই লাখ টাকার ওষুধ বিতরণ করেছেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। মেডিকেল টিমের নেতৃত্ব দেন ওই ব্যাচের শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার স্বপন কুমার বিশ্বাস।
এ সময় ১৯৯৪ ব্যাচের ব্যবসায়ী ফেরদৌস আলম, অ্যাপোলো ইস্পাতের ঊর্ধ্বতন কর্মকর্তা মিঠুন বকসী, ব্যাংক কর্মকর্তা আনিছুর রহমান, অ্যাডভোকেট মতিউর রহমান তুষার, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো. জুয়েল হোসেন, শিক্ষক আসাদুজ্জামান অরেঞ্জ, মোশাররফ হোসেন সোহেল, মাইদুল ইসলাম মুকুল, তাজুল ইসলাম, ঠিকাদার ফরিদ, ব্যবসায়ী লিটন, বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তা শাহিনুর আলম অপু, অগ্রণী ব্যাংক কর্মকর্তা টিটুল, অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্, সাংবাদিক বাদশাহ সৈকতসহ অন্যরা উপস্থিত ছিলেন।