গৃহকর্মী জুঁই হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

শিশু গৃহকর্মী জুঁই হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে পঞ্চগড়। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
আজ রোববার সকালে পঞ্চগড় নাগরিক অধিকার ফোরাম ও প্রথম আলো বন্ধুসভা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মানবাধিকার সংস্থা অধিকার ও স্থানীয় বেসরকারি সংস্থা পরস্পর সংহতি প্রকাশ করে।
পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালিপাড়ার জয়নাল আবেদিন দুলালের ১২ বছরের মেয়ে জুঁই দিনাজপুরে অ্যাডরুক কোম্পানির রিপ্রেজেনটেটিভ আলমগীরের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। তারা শিশুটির শরীরে গরম পানি ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে। এরপর জুঁইকে হাসপাতালে ভর্তি না করে এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় ঘটনার নয়দিন পর গত ৪ আগস্ট যন্ত্রণায় ছটফট করে এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায় জুঁই। ঘটনাটি দিনাজপুর ও পঞ্চগড় জেলা প্রশাসনকে অবহিত করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে উভয় জেলার প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে জুঁইয়ের লাশ দাফন করা হয়। বিষয়টি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিতও হয়।
মানববন্ধনে অধিকার পঞ্চগড়ের কো-অর্ডিনেটর ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন্নাহার সাকী, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভূমিজের নির্বাহী পরিচালক সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সরকার হায়দার, বন্ধুসভার সভাপতি আছমা আক্তার ও মকবুলার রহমান প্রমুখ বক্তব্য দেন।