জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শতবর্ষীয় সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি, ঢাকা আজ সোমবার দোয়া মাহফিলের আয়োজন করে।
বিকেল সাড়ে ৪টায় রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম ভবনে সমিতির মিলনায়তনে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন পরিচালনা পর্ষদের পরিচালক ও উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর হান্নানা বেগম এবং সাবেক সাধারণ সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম। খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
সভায় সমিতির নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির কর্মকর্তা ও জীবনসদস্যরা উপস্থিত ছিলেন। দোয়ার পর তোবারক বিতরণ করা হয়।
চট্টগ্রাম সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছের ওরফে নাছিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।