বগুড়ায় জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া শহরে শোকর্যালি বের করা হয়। ছবি : ফোকাস বাংলা
বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে সকালে জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা ছাড়াও সুধী সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।