গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত

গাজীপুরে বাসচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (২৫) দিনাজপুরের বিরল উপজেলার তারাবাড়ী এলাকার রমজান আলীর ছেলে। তিনি দক্ষিণ সালনা এলাকার প্রো-মেকার সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি বাস মনিরকে চাপা দেয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।