খালেদা জিয়ার গাড়িতে হামলার প্রতিবাদে আশুগঞ্জে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমকল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়। পরে এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ২০-দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার গাড়ি ও তাঁর গাড়িবহরে দফায় দফায় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. আসাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহিবী আল রানা, আল আমি সাবের, বাদল মিয়া, ইউনুস ভুঁইয়া, মো. খোকন মিয়া, মো. স্বপন, মো. আরিফ, রাহিম মিয়া, মোশাররফ হোসেন, সানাউল্লাহ, সবুজ মিয়া প্রমুখ।