যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে তাদের সঙ্গে ঐক্য নয়
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আমরা সব সময় ঐক্যের পক্ষে। তবে কাদের সঙ্গে ঐক্য। যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে তাদের সঙ্গে কিসের ঐক্য। যারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল মেনে সংসদে যাবে তাদের সঙ্গে ঐক্য হতে পারে। এ ছাড়া কোনো ঐক্যের প্রয়োজন নেই।’
আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তাজুল ইসলাম এসব কথা বলেন।
আগাম নির্বাচন প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন, ‘আপনারা ট্রেন ফেল করেছেন। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশটাকে বাঁচান, আপনারাও বাঁচুন।’
জাতীয় শোক দিবসে বিএনপির নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন না করাকে শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করে তাজুল ইসলাম আরো বলেন, ‘দেশের মানুষের শান্তির জন্যই জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছি। দেশ আগে নিরাপদ ছিল, এখনো নিরাপদ আছে। দেশে কোনো আইএস নাই। যারা অতীতে জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, তারাই এখন দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।’
এ সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমিনুল ইসলামসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজারহাট আদর্শ ডিগ্রি মহিলা কলেজে মতবিনিময় সভা করেন।