মালয়েশিয়ায় যেতে এজেন্সিকে টাকা নয় : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ছবি : এনটিভি
মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো এজেন্সিকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
আজ বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ আহ্বান জানান।
নুরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ার ব্যাপারে আমরা এখনো অন্ধকারে। যেহেতু এখন পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি, এই অবস্থায় কোনো এজেন্সি যদি মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে টাকা নেয় তবে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সৌদি আরবে শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার সুযোগে দালালরা যাতে অভিবাসন ব্যয় বাড়িয়ে দিতে না পারে, সে লক্ষ্যে সৌদি আরবে যাওয়ার অভিবাসন ব্যয় সরকারিভাবে নির্দিষ্ট করা হবে বলে জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।