অভিবাসীদের হয়রানি কমাতে স্মার্টকার্ডের মাধ্যমে সেবা শুরু

বিমানবন্দর ও বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে অভিবাসীদের হয়রানি কমাতে স্মার্টকার্ডের মাধ্যমে সেবা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
আগামীকাল রোববার ‘বিশ্ব অভিবাসী দিবস’কে সামনে রেখে আজ শনিবার রাজধানীর ইস্কাটনে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
অভিবাসীদের বিমানবন্দরে অবতরণ ও আরোহন কার্ড পূরণের ঝামেলা এড়াতে তা তুলে দেওয়ার চিন্তা চলছে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশে কাজ নিয়ে গেছেন প্রায় সাত সাত লাখ বাংলাদেশি কর্মী। সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা বিদেশে সবচেয়ে কম—হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেন নুরুল ইসলাম বিএসসি। এগুলো প্রতিযোগী দেশগুলোর অপপ্রচার বলেও দাবি করেন তিনি।