ঘুষ নেওয়ার অভিযোগে বিটিসিএলের কর্মকর্তা আটক

ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান জানান, আজ বুধবার নগরীর নন্দন কানন টেলিফোন একচেঞ্জ থেকে ঘুষ গ্রহণের সময় টাকাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ওই ঘটনায় আটক হয়েছেন, বিটিসিলের চট্টগ্রাম কেন্দ্রীয় টেলিফোন এক্সচেঞ্জের বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশ, কার্যালয়ের প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবীর।
সাব্বির রহমান জানান, বিটিসিএলের সাবেক উপসহকারী প্রকৌশলী আবুল কাসেম ভূইয়া অবসরের যাওয়ার পর পেনশনের টাকা নিতে এসে নানা ভাবে হয়রানির শিকার হন। তিনি একজন মুক্তিযোদ্ধা। পেনশনের টাকার জন্য বিটিসিএলের কর্মকর্তারা ঘুষ দাবি করেন বলে তিনি দুদকে অভিযোগ করেন।
সাব্বির আরো জানান, বুধবার দুপুরে ঘুষের ৩০ হাজার টাকা নিয়ে কর্মকর্তাদের দেওয়ার সময় জেলা প্রশাসনের নির্বাহী ভ্রাম্যমাণ আদালত ও দুদক কর্মকর্তারা তাঁদের আটক করেন।
এ সময় বিভাগীয় প্রকৌশলীর কক্ষ থেকে ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৮ লাখ টাকার জমির দলিল, নগদ দুই লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে সাব্বির রহমান জানান।