ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও সমাবেশ

২০০৫ সালের ১৭ আগস্ট ঝিনাইদহসহ সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। দিনটি স্মরণ করে আজ বুধবার কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
দিনটি উপলক্ষে সকাল ১০টার দিকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ চত্বরের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ কলেজ শাখার নেতারা বক্তব্য দেন। তাঁরা সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানান নেতারা।