চুয়াডাঙ্গায় শ্রমিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ওয়েল্ডিং কারখানার শ্রমিক মো. মিলন হত্যার দায়ে একমাত্র আসামি মো. শিবলুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ দায়রা জজ শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। আদেশের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. শিবলু চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার কুদ্দুস আলীর ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শামসুজ্জোহা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়ার শরীফ উদ্দীনের ছেলে মো. মিলনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। সদর থানা পুলিশ পৌর এলাকার আরামপাড়ায় আমবাগানে নির্মাণাধীন একটি পানির ট্যাঙ্কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. শিবলুকে গ্রেপ্তার করে। পরে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম ২০১৪ সালের ২৭ জানুয়ারি শিবলুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।