পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ভারতের শিংপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সামিউলকে গুলি করে বলে বিজিবি জানিয়েছে।
নিহত সামিউল জেলার সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের সেনপাড়ার সফিজউদ্দিনের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, সামিউলসহ চারজনের একটি গরু চোরাকারবারির দল ভারত থেকে গরু নিয়ে ঘাগড়া সীমান্তে মেইন পিলার ৭৫০ এর ১৩ সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় ভারতের শিংপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। এতে সামিউল গুলিবিদ্ধ হন। সঙ্গীরা আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তাঁর মৃত্যু হয়।