খুলনায় একাধিক মামলার আসামি রাসেল বাবু গ্রেপ্তার

খুলনায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি রাসেল হোসেন ওরফে বাবুকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন।
আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ রাসেলকে কারাগারে পাঠায়। এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে হরিণটানা থানা পুলিশ খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকারই বাসিন্দা।
হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, একাধিক মামলার আসামি রাসেল হোসেন বাবু পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাসেল ও তাঁর সহযোগীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার বাসিন্দা কোহিনুর খাতুনের কাছে দুই লাখ টাকা এবং তাঁর ভগ্নিপতি আলহাজ নাজিমুদ্দিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত বছরের ২৪ অক্টোবর তারা কোহিনুর খাতুনের বাড়ির দেয়াল ভাঙচুর এবং গাছপালা কেটে ফেলে।
ওই ঘটনায় কোহিনুর খাতুন বাদী হয়ে রাসেল হোসেন বাবু, তাঁর সহযোগী শুকুর আলী, মাসুম হোসেন, তরিকুল ইসলাম ও মুক্তাকে আসামি করে হরিণটানা থানায় মামলা করেন।
পুলিশ আরো জানায়, রাসেল বাবুর বিরুদ্ধে গত ১২ জুলাই মনিরুল ইসলাম রাজা নামের এক ব্যবসায়ীকে মারধর করে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ৯ এপ্রিল খুলনা সদর থানায় তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
রাসেল বাবুকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা সিআইডি এসআই শফিকুল ইসলাম আদালতে আবেদন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।