ভেদরগঞ্জে বিএনপির ত্রাণ বিতরণ

আজ শনিবার বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া স্টেশন বাজারে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : এনটিভি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার উত্তর তারাবুনিয়া স্টেশন বাজারে এ ত্রাণ বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় দুই শতাধিক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ শরীয়তপুরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।