সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ে কক্সবাজারে বিজিবির সভা

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকার জনগণের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকালে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিজিবি এই সহায়তা কামনা করে। বিজিবি কক্সবাজারের ১৭ ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে।
সভায় প্রতিবেশী দেশ মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার বন্ধেও সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা চেয়েছে বিজিবি।
সভায় বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল তানবীর আহমদ খান, ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার, উপ-অধিনায়ক মেজর আবুল খায়ের, নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমুখ বক্তব্য দেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও মসজিদের ইমামসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।