খুলনার বেশির ভাগ সড়ক পানির নিচে

ভারি বৃষ্টিপাতে সড়ক তলিয়ে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। ছবি : এনটিভি
খুলনায় ২০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে আজ সোমবার নগরীর বেশির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, খুলনার নিম্নাঞ্চলের জলাবদ্ধতার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান অসহায় মানুষের বসবাসের জন্য খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
আজ সকালে আকাশ মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাত হয়নি। গতকালের বৃষ্টিতে তলিয়ে যাওয়া সড়কেই যানবাহন চলাচল করছে।
বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ নিজের বাড়ি থেকে বৃষ্টির পানি বাইরে ফেলে দেওয়ার কাজ করছে।
খুলনা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আমিরুল আজাদ জানান, রোববার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খুলনায় ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত বেশি পরিমাণ বৃষ্টিপাত গত ২০ বছরেও হয়নি।