টানা বর্ষণে ভেসে গেছে ৩ হাজার চিংড়িঘের

রোববার ভোর থেকে গত দুইদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের পৌর এলাকাসহ জেলার নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভেসে গেছে প্রায় তিন হাজারের বেশি চিংড়িঘের এবং মাছ চাষের পুকুর।
আজ সোমবার দুপুরের পর থেকে সূর্যের মুখ দেখা গেলেও এরই মধ্যে ভেসে গেছে হাজার হাজার একর ফসলি জমি, প্রায় তিন হাজারের বেশি চিংড়িঘের। এ ছাড়া অনেক জায়গায় বড় বড় গাছপালা পর্যন্ত উপড়ে গেছে।
বাগেরহাটের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়লেও তার পরিসংখ্যান জানা যায়নি। বাগেরহাটের রামপাল, সদর উপজেলা, কচুয়া, শরনখোলা, মোড়েলগঞ্জ, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট এবং মংলা এলাকার ভুক্তভোগীরা এ তথ্য জানিয়েছে। ভুক্তভোগীরা জানায়, অনেক এলাকায় বাড়িঘরে পনি উঠে গেছে। এমনকি বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও পানি উঠেছে।
এদিকে জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।