হত্যার পর নারীর লাশে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার নতুনপটকা এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত হাজেরা খাতুন (৪৭) উপজেলার নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, দুপুরে নতুনপটকা এলাকায় গরু নিয়ে যাওয়ার পথে এক রাখাল বাড়ির পাশে হাজেরা খাতুনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‘নিহত হাজেরার কাপড়, মাথার চুলসহ শরীরের উপরের কিছু অংশের আগুনে পোড়া রয়েছে। তবে নিচের অংশে কোনো পোড়া চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হাজেরাকে হত্যার পর নির্জন ওই বাঁশঝাড়ের ভিতরে এনে রাখা হয় এবং আগুনে পুড়িয়ে আলামত ধ্বংস করতে চেয়েছিল দুর্বৃত্তরা।’
এসআই আরো জানান, গতকাল রোববার দিবাগত রাতে খাবার খেয়ে হাজেরা খাতুন বাড়িতে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তাঁকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করেছিল, হাজেরা খাতুন হয়তো কোথাও গেছেন।
পরে তারা লাশের খবর পায়।