কালীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের প্রভাষক জোবায়ের ইকবাল, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, স্কাউট কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।