দেশ মুক্ত করার সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশে গণতন্ত্র, সুষ্ঠু রাজনীতি ও আইনের শাসন নেই বলে উল্লেখ করে দেশকে মুক্ত করার সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষোলশহরের বিপ্লব উদ্যানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে আজকে গণতন্ত্রহীন, আইনের শাসনহীন, রাজনীতিহীন সংকটময় মুহূর্তে সবাইকে একতাবদ্ধভাবে সংকল্প নিতে হবে দেশকে মুক্ত করার।’
পরে নগরীর নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা আমীর খসরুকে অভ্যর্থনা জানান।
দেশের কঠিন বাস্তবতায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান আমীর খসরু।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, ছাত্রদলের সভাপতি গাজী সিরাজসহ অন্যরা বক্তব্য রাখেন।