জঙ্গিদের মরদেহ এখনই পাচ্ছে না স্বজনরা : ডিএমপি
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের মরদেহ স্বজনরা এখনই ফেরত পাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান এ কথা জানান।
ডিএমপির কমকর্তা জানান, হামলার দিনের অভিযানে নিহত পাঁচ জঙ্গিসহ মোট ছয়জনের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তবে আরো কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ ছাড়া হামলার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো কিছু খেয়েছিল কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। এরপর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ২ জুলাই সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন। বাকি ছয়জন হামলাকারী বলে জানায় সেনাবাহিনী। পরে হাসপাতালে আরেকজন মারা যান।