মুজিবনগর পরিদর্শন করলেন শ্রম প্রতিমন্ত্রী

মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমেপ্লক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
দুপুর দেড়টার দিকে প্রতিমন্ত্রী সড়ক পথে মুজিবনগরের সূর্যোদয় ডাকবাংলোয় পৌঁছান। এ সময় জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রী এ সময় তাঁদের অভিবাদন গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিচালক সৈয়দ আহমেদ, শ্রম অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার আমঝুপি নীলুকঠি পরিদর্শন করেন। পরে বিকেলে তিনি কুষ্টিয়ার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করেন।