চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় কাপড়সহ কাভার্ডভ্যান আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আজ বুধবার ভারতীয় শাড়ি কাপড়সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভারতীয় শাড়ি-কাপড়সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।
আজ বুধবার দুপুরে উপজেলার হাসাদহ এলাকা থেকে ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়।
দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমীর মজিদ এ তথ্য জানান।
বিজিবি কর্মকর্তা বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসাদহে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় কাভার্ডভ্যানটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি কাপড় ও ৫০টি প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তার দাবি, আটক কাপড়ের মূল্য আনুমানিক এক কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা। কাভার্ডভ্যানসহ উদ্ধার করা ভারতীয় শাড়ি কাপড় দর্শনা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।