হাইকোর্টের দুই বিচারপতিকে শোকজ

রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের দুই বিচারপতিকে শোকজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শোকজের নির্দেশ দেন।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচাপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শোকজ পাওয়া দুই বিচারপতি হলেন বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এ কে এম শাহীদুল হক।
আগামী ১১ মে তাঁদের লিখিতভাবে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট-অন-রেকর্ড মাহবুবুর রহমান।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল এনটিভি অনলাইনকে বলেন, একটি সিভিল মামলার রায়ের সময় হাইকোর্টের দুই বিচারপতি আপিল বিভাগের একটি মামলার রায়ের সমালোচনা করায় আপিল বিভাগ তাদের শোকজ পাঠিয়েছেন।