কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম মঞ্জুর হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু সিংহ জানান, বাড়ির পাশে কাজ করার সময় বুধবার বিদ্যুতের ছেঁড়া ও ঝুলন্ত একটি তারে জড়িয়ে যান কৃষক মঞ্জুর হোসেন। স্বজনরা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।