ঝিনাইদহে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপিত

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মদনমোহন মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে বিকেল ৩টার দিকে স্থানীয় মদনমোহন মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
এতে অংশ নেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নারায়ণ চন্দ্র, সুবীর সমাদ্দার, কনক কান্তি দাস, প্রফুল্ল কুমার সরকার, পৃত্থীশ রঞ্জনসহ বিভিন্ন ধর্মীয় নেতারা।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভ্ন্নি সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ অংশ শোভাযাত্রায় অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা, কৃষ্ণ নামকীর্তন, হিন্দু সম্প্রদায়ের উপবাসসহ নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে।