শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে খুলনায় শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার খুলনায় ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ওই মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বেলা ২টার দিকে নগরীর আর্য্য ধর্মসভা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, খুলনা জেলা পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুজিত কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, রতন দেবনাথ প্রমুখ।