খুলনায় অলস সময় কাটাচ্ছেন পাঁচ হাজার শ্রমিক

মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ে নৌযান শ্রমিকদের ধর্মঘট চতুর্থ দিনে পড়েছে। ধর্মঘটে খুলনায় অবস্থিত মোংলা বন্দরের রুজভেল্ট জেটিসহ সব ঘাটে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। এমন বাস্তবতায় খুলনার বিভিন্ন এলাকায় অলস সময় কাটাচ্ছেন প্রায় পাঁচ হাজার ঘাটশ্রমিক।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার সকালে নগরীর ৪, ৫ ও ৭ নম্বর ঘাট এলাকায় দাবির সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করেন নৌযান শ্রমিকরা। তাঁরা সরকারঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কাজে ফিরবেন না বলে জানিয়েছেন।
নৌযান ধর্মঘটের ফলে খুলনা থেকে কয়রা-মদিনাবাদ এলাকায় চলাচলকারী চারটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব এলাকায় প্রয়োজনীয় কিছু পণ্যের মূল্য বেড়েছে।
ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব সাইফুল ইসলাম বলেন, নৌযান শ্রমিকদের এই দাবি অযৌক্তিক। তিনি বলেন, ধর্মঘটের ফলে মোংলা বন্দর ব্যবহারকারীদের প্রতিদিন কোটি কোটি টাকা গচ্চা দিতে হবে।