মোংলার সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

দৈনিক মানবজমিন ও গ্রামের কাগজ পত্রিকার মোংলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৩৮) আর নেই। আজ শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবুল কালাম আজাদের মৃত্যুর খবর পেয়ে মিয়াপাড়ার বাড়িতে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে যান। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জুমার নামাজের পর মোংলা পৌর এলাকার মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা এবং আসরের নামাজের পর বিএলএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বিকেলে মরদেহ মোংলা প্রেসক্লাব চত্বরে আনা হয় এবং সহকর্মীরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পারিবারিকভাবে আবুল কালাম আজাদ বিবাহিত এবং নিঃসন্তান ছিলেন। তাঁরা চার ভাই ও দুই বোন। ভাইয়ের মধ্যে কালাম ছিলেন তৃতীয়। তাঁর বাবা সাইজুদ্দিন আকন।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে মোংলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তিনদিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কর্মময় জীবন ও পেশাগতভাবে আবুল কালাম আজাদ ১৯৯২ সালে স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং পরবর্তীতে বাংলাবাজার এবং মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক মানবজমিন এবং গ্রামের কাগজ পত্রিকায় কর্মরত ছিলেন। আর মানবজমিন পত্রিকার সেরা টপ টেন তালিকায় তিনবার তৃতীয় স্থান অর্জন করেছিলেন।