টঙ্গীতে কারখানার গ্যাস পাইপলাইনে আগুন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর মোশাহিদ টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি কারখানার গ্যাস পাইপলাইনের ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, কারখানার গেটের পূর্বপাশের তিতাস গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছিল। বিকেল সোয়া ৪টার দিকে বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই ছিদ্র পথে নির্গত গ্যাসে আগুন ধরে থাকতে পারে।
পরে কারখানার লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। আগুন কারখানার বয়লার রুমে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।