নৌযান শ্রমিকদের ধর্মঘটে মোংলা বন্দর আজও অচল

বেতন-ভাতা বৃদ্ধি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে সন্ত্রাস-ডাকাতি বন্ধের দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
ফলে আজ শনিবারও মোংলা বন্দরে পুরোপুরি অচলাবস্থা বিরাজ করছে। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌযোগাযোগও বন্ধ আছে।
এই বন্দরে বর্তমানে পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, পাইলিং শিটসহ গম, সার, ক্লিংকার ও কয়লাবাহী বেশকিছু জাহাজ অবস্থান করছে। তবে টানা কয়েকদিনের নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে এখানকার সব ধরনের কার্যক্রম।
এতে প্রতিদিন বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের।
নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ওয়েজুল ইসলাম বুলবুল বলেন, গত বৃহস্পতিবার মালিকপক্ষের সাথে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর মালিকপক্ষের কাছ থেকে আর কোনো বৈঠক কিংবা সমঝোতা প্রস্তাব পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে গত ২৩ আগস্ট দিবাগত রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ। এতে সমর্থন দেয় ১৭টি নৌ শ্রমিক সংগঠনের মোর্চা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় সাড়ে ১৯ হাজার নৌযানের দুই লাখ শ্রমিক দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট পালন করছে।