বিএসএফের নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নুরুল ইসলাম (৩৬) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নির্যাতনে গুরুতর আহত হয়েছেন অপর গরু ব্যবসায়ী ইসলাম (৪৮)। তাঁকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শিমুলতলী গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে। নিহত ইসলাম কলমুডাঙ্গা গ্রামের আবদুর রউফের ছেলে।
গুরুতর আহত ইসলাম জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে সীমান্তের ২৩৯ নম্বর পিলারের পাশ দিয়ে তাঁরা দুজন গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের সনঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ধরে নিয়ে গিয়ে বেদম মারধর করে এবং ইলেকট্রিক শক দেয়। পরে আজ ভোরে তাদের গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ সীমান্ত এলাকায় ফেলে দিয়ে যায়। এ সময় নুরুল ইসলাম মারা যান।
বাংলাদেশি গরু ব্যবসায়ী নুরুল ইসলামের নিহত হওয়ার কথা স্বীকার করে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, সীমান্তে হত্যাকাণ্ডের ব্যাপারে মৌখিকভাবে ৩১ বিএসএফ অধিনায়ককে জোর প্রতিবাদ করা হয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জোরালো প্রতিবাদ জানানোর হবে।