চালকদের মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে ট্রলার ধর্মঘট

ঝালকাঠিতে চাঁদা না দেওয়ায় মারধরের প্রতিবাদে পৌরসভা খেয়াঘাটে ধর্মঘট করেছেন যাত্রীবাহী ট্রলার মাঝিমাল্লা সমিতি।
আজ বুধবার সকাল ৮টা থেকে দুই ঘণ্টা এই ধর্মঘট পালন করা হয়। ধর্মঘটের কারণে ৩৫টি ট্রলার চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় সুগন্ধা নদীর দুই তীরে শত শত যাত্রী পারাপার করতে পারেনি।
ট্রলারচালকদের অভিযোগ, সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান পৌরসভা খেয়াঘাট ইজারাদার সাইদুল বেপারির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবির টাকা না দিলে ট্রলার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
মাঝিমাল্লা সমিতির সভাপতি সাইদুল বেপারি জানান, চাঁদা না দেওয়ায় ওই যুবলীগ নেতা ও তাঁর লোকজন গতকাল মঙ্গলবার রাতে ট্রলারচালকদের ওপর হামলা চালান। এতে বেলায়েত বেপারি, সাইদুল বেপারি, হেমায়েত বেপারি ও শাহিন বেপারি নামে চার চালক আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আজ সকালে ধর্মঘটের ডাক দেয় ট্রলারচালকদের সংগঠন মাঝিমাল্লা সমিতি। দুই ঘণ্টা ধর্মঘটের পর আবারও ট্রলার চলাচল শুরু হয়।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মিজানুর রহমান জানান, ট্রলারচালকদের সঙ্গে একটু সমস্যা হয়েছিল, তা মিটিয়ে নেওয়া হবে।