কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তাসভির উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবদুল আজিজ, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।