আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে শহরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহরা খাতুন আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামের আবদুল কাদেরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, শহরা খাতুন আলমডাঙ্গা স্টেশনে হাঁটছিলেন। পাবনার ঈশ্বরদী থেকে খুলনাগামী মালবাহী ট্রেন এ স্টেশন অতিক্রম করার সময় তিনি রেললাইনে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আত্মীয়স্বজন নিহতের লাশ বাড়ি নিয়ে গেছে।