সুন্দরবন থেকে ১৩ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনের ভদ্রা নদী থেকে ১৩ জেলেকে সংগঠিত দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করে নিয়ে যায় কথিত জাহাঙ্গীর বাহিনী। পরে তাদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
অপহৃত জেলেদের বাড়ি মোংলা জয়মনি, হলদিবুনিয়া ও বাগেরহাটের রামপাল এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে ও মহাজন জানান, আজ একটি ট্রলারে করে জেলেরা ভদ্রা নদীর চাউলাবগী এলাকায় ইলিশ মাছ ধরছিলেন। এ সময় দস্যুরা জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলার থেকে ১৩ জেলেকে অপরহণ করে এবং বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নেয়।
জেলেরা বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত হচ্ছে। তার পরও ডাকাত আতঙ্কে বনে দিন কাটে জেলেদের। ডাকাতদের মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছেন জেলে ও মহাজনরা।