উজিরপুরে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বরিশালের উজিরপুরে পুকুর থেকে দুলাল মোল্লার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ উপজেলার কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।
দুলাল মোল্লা ওই গ্রামের আমীর মোল্লার ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, দুলাল মোল্লা গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। আজ সকালে পার্শ্ববর্তী বালি বাড়ির পুকুরে তাঁর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।