বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার শিবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মামুন (১০) এবং আতিয়ার রহমানের ছেলে তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তামিম (১২)। তারা আপন চাচাতো ভাই।
এ সময় আহত হয়েছেন মামুনের বাবা মতিয়ার রহমান।
দামুড়হুদা উপজেলার নাটুদহ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম এবং শিবনগর গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুল করিম জানান, শিবনগর গ্রামের মেন্দির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রহাতে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু ও একজন আহত হয়।
আহত মতিয়ারকে সংকটাপন্ন অবস্থায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।