জামালপুরে ট্রাক্টরচাপায় নিহত ১
জামালপুর শহরের পূর্ব ফুলবাড়িয়া এলাকায় আজ বৃহস্পতিবার রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আওয়াল জানান, আজ দুপুরে বালুবাহী দ্রুতগামী ট্রাক্টর হাতেম আলী (৮০) ও মগর মুন্সী (৮২) নামের দুজনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। আহত দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর হাতেম আলী মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।