নদীপথে আসা ভারতীয় গরু আটকাল কোস্ট গার্ড

সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক করেছে মোংলা কোস্ট গার্ড। রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এসব গরু মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম. ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা সোমবার সকালে সিজিএস গড়াই জাহাজ নিয়ে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে কোস্ট গার্ড ট্রলারটি থামানোর সংকেত দেয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে ধরে ফেলে।
এ সময় ট্রলারে থাকা চোরাকারবারীরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে থাকা ৩১টি ভারতীয় গরু জব্দ করে কোস্ট গার্ড। আটক গরুর মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরু চোরাচালান বেড়ে যাওয়ায় সুন্দরবন সংলগ্ন মোংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় নৌপথে কোস্ট গার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান খান।