খুলনায় কোরবানির পশুর হাট উদ্বোধন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচালনায় নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পশুর হাটের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে খুলনা সিটি করপোরেশন প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে কোরবানির পশুর হাটের আয়োজন সম্পন্ন করেছে। সুব্যবস্থাপনার কারণে জোড়াগেট কোরবানির পশুর হাট এ অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাটে পরিণত হয়েছে।
হাট পরিচালনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, কাউন্সিলর মো. শাহাদাত মিনা, মো. সাইফুল ইসলাম, মো. সাহিদুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, মো. ফারুক হিল্টন, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মো. হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মো. মাহবুব কায়সার, ইমাম হাসান চৌধুরী ময়না, ওয়াহেদুর রহমান দীপু, মুহা. আমান উল্লাহ আমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, মাহমুদা বেগম, রোকেয়া ফারুক প্রমুখ।
স্বাগত বক্তৃতা করেন কেসিসির সচিব মো. ইকবাল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার কে এম মুশতাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ, লিয়াকত আলী খান, জাহিদ হোসেন শেখ, নির্বাহী হাকিম মো. ইলিয়াছুর রহমান, কঞ্জারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান, সিনিয়র ভেটেরিনারি সার্জন ডা. মো. রেজাউল করিম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, বাজার সুপার গাজী সালাউদ্দিন প্রমুখ।
পশুর হাটে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহলের ব্যবস্থা ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়, হাটে আসা বিক্রেতাদের চিকিৎসা, পশু চিকিৎসা, পর্যাপ্ত খাবার হোটেল ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।