‘মোংলা হবে বাংলার সিঙ্গাপুর’

খুলনার মোংলায় জয়মনিরঘোলে চলতি মাসেই উদ্বোধন করা হবে নবনির্মিত খাদ্য গুদামের। এ ছাড়া প্রায় চারশ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণ, মোংলা নদীর ওপর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ঝুলন্ত সেতু নির্মাণসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন করা হবে।
আজ মঙ্গলবার মোংলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা জানান বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
জেলার বিদায়ী এই জেলা প্রশাসক বলেন, মোট ২৩টি খাল পুনঃখননের জন্য অর্থের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া মোংলা-খুলনা মহাসড়কের ফয়লায় বিমানবন্দর, মংলা-খুলনা রেললাইন এবং পদ্মা সেতু নির্মাণকাজ সম্পন্ন হলে মোংলা হবে বাংলার সিঙ্গাপুর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম ও প্রভাষক মাহবুবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাটের বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে স্মারক শুভেচ্ছা তুলে দেওয়া হয়।