নলছিটির ১২ ভবন ঝুঁকিপূর্ণ, বাসিন্দাদের সরার নির্দেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার ১২টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। ওই ভবনগুলোতে বসবাসকারীদের সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
ওই সময় পৌর মেয়রের সঙ্গে ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ কামরুল হুদা ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ।
পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিআইপি কলোনির নয়টি ভবন, বিদ্যুৎ অফিস, কৃষি বিভাগের সিড গোডাউন ও পৌরসভার পুরোনো একটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআইপি কলোনির এ ভবনগুলোতে পরিবার-পরিজন নিয়ে নিম্ন আয়ের মানুষ বসবাস করছে। যেকোনো সময় ভবনগুলো ধসে পড়তে পারে।
এমন পরিস্থিতিতে বসবাসের অনুপযোগী এসব ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সাত দিনের মধ্যে বসবাসকারীদের অন্যত্র চলে যেতে নির্দেশ দেয় পৌর কর্তৃপক্ষ।
নির্দেশনা মানা না হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তছলিম উদ্দিন।