গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
এঁরা হলেন উপজেলার বড়ইতলী এলাকার মনোরঞ্জন সাহার ছেলে রানা সাহা (২৬) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা গ্রামের অমৃত পালের কলেজপড়ুয়া ছেলে সুজন পাল (২১)।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, কালিয়াকৈর থেকে মোটরসাইকেলে চড়ে আজ বৃহস্পতিবার দুপুরে সুজন ও রানা ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী সাহেব বাজার বাইপাস এলাকায় ঢাকাগামী দিপু পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘটনার পর বাস ফেলে বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।