খুলনায় থানার পাশে দুই মোবাইল ফোনের দোকানে চুরি

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রতিষ্ঠান দুটির শার্টারের তালা ভেঙে বিভিন্ন মডেলের মোবাইল ফোনসেট ও নগদ টাকা নিয়ে যায়।
খুলনা সদর থানার দেড়শ গজ দূরে দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পিকচার প্যালেস মোড়ে অপ্পো মোবাইল ফোনের একটি নতুন শো-রুমের (দোকানটি একুশে নিউজ কর্নার হিসেবে পরিচিত) শার্টারের তালা ভেঙে চোরেরা অপ্পোর বিভিন্ন মডেলের ২৪টি মোবাইল ফোনসেট নিয়ে যায়। চুরি যাওয়া মোবাইল ফোনের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এ ছাড়া চোরেরা ওই প্রতিষ্ঠানের স্টিলের আলমিরা ভেঙে নগদ এক লাখ ৩০ হাজার টাকাও নিয়ে যায়।
শো-রুমের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক মুখোশধারী চোর তালা ভেঙে দোকানে প্রবেশ করে ২৫ মিনিটের মধ্যে মালামাল নিয়ে চম্পট দেয়। আলমিরাটি ভাঙতে প্রায় ১০ মিনিট সময় নেয়। রাত পৌনে ১২টায় চোর শার্টারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
ওসি আরো জানান, অপ্পো শোরুমের অনতিদূরে ইলেক্ট্রো ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ ৩৪ হাজার ৮৫০ টাকা মূল্যের ৭০টি লাভা ফোন, এক লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের নয়টি হুয়াই ফোন, দুই লাখ ৫৫ হাজার ৩০০ টাকা মূল্যের ১৩টি অপ্পো ফোন এবং এক লাখ ৯৫ হাজার ৯০০ টাকা মূল্যের ৫৫টি উইনার মোবাইল ফোনসেট চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি শেষে দুটি প্রতিষ্ঠানেই চোরেরা নতুন তালা লাগিয়ে দেয়।
চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
চুরির খবর শুনে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান, র্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মহাবুবুল হাকিম, ডেপুটি পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা বিভিন্ন আলামতও জব্দ করেন।