সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

পূর্ব সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী।
আজ শুক্রবার ভোরে জেলেদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তবে তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলার চিলা, উলুবুনিয়া ও রামপাল এলাকায় বলে জানা গেছে।
জেলে-মহাজন সূত্রে জানা যায়, আজ ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের ওপর অতর্কিতে হামলা চালায়। দস্যুরা ১১টি ট্রলারে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুট করে। এ ছাড়া জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণের দাবি করে ১১টি ট্রলার থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান বলেন, সকালে সুন্দরবনের জেলে অপহরণের খবর পেয়ে সংলগ্ন কোস্টগার্ড স্টেশনকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। দস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।