বাস-ট্যাঙ্কলরির সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাঙ্কলরির সংঘর্ষ হয়েছে। এতে বাসচালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ২৫ যাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড সদর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের সহকারীর নাম বাবু। তিনি রাজধানীর ডেমরা এলাকার ফজল আলীর ছেলে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, আজ সকালে চট্টগ্রামগামী তেলবাহী ট্যাঙ্ক ও যাত্রীবাহী ইউনিক বাস পরস্পরকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর তেলবাহী ট্যাঙ্কলরিটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে বাসচালকের সহকারী বাবু ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরো জানান, আহত ব্যক্তিদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।