কারাগারে সংঘর্ষে নিহত ১, পুলিশের মামলা

ঝিনাইদহ জেলা কারাগারের অভ্যন্তরে দুই দল আসামির মধ্যে সংঘর্ষে এক হাজতি নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ কারাগারের সুপার গোলাম হোসেন একজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার এ তথ্য জানিয়েছেন।
জেল সুপার গোলাম হোসেন জানান, খাবার বিতরণকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টা ২০ মিনিটের দিকে কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়। এ সময় রেজাউল ইসলাম নামের এক হাজতি গুরুতর আহত হন। রেজাউলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মারা যান তিনি।
নিহত রেজাউল শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের বাসিন্দা। শৈলকুপার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ১৯৯৯ সালে ১৯ অক্টোবর থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রায় ১৭ বছর ধরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন।
জেল সুপার আরো জানান রেজাউলকে পিটিয়ে হত্যার দায়ে অপর হাজতি (নারী নির্যাতন মামলার আসামি) জয়পুরহাটের অক্কেলপুর উপজেলার মুহিতুর গ্রামের শহিদুল ইসলামকে বিশেষ একটি সেলে বন্দি করে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করবেন ঝিনাইদহ থানার এসআই হেদায়েত হোসেন।
আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে নিহত রেজাউলের লাশের ময়নাতদন্ত অনুষ্ঠিত হবে। এর পর তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ থানার ওসি হরেন্দ্র নাথ। এদিকে সকাল থেকে কারাগার এলাকায় দর্শনার্থীদের তল্লাশি জোরদার করা হয়েছে।