চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম শহরে আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। ছবি : এনটিভি
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
সকালে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল শেষে কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন বক্তব্য দেন।
সমাবেশ বক্তারা অবিলম্বে স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম বিএনপির বিপুল নেতাকর্মী অংশ নেন।